সারাদেশ ৭ ডিসেম্বর, ২০২৩ ১১:৪০

মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন 

আমাদের কাগজ ডেস্ক: আবারও যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এর আগে বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকালে মতিঝিলের বক চত্বরের কাছে গাজীপুর পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে স্থানীয়রা ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিস জানায়, এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে রাত থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির মধ্যেই মতিঝিলে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।