সারাদেশ ৬ ডিসেম্বর, ২০২৩ ০৮:১২

সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আপিল নৌকার প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বাতিল করতে আপিল আবেদন করেছেন ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক।

আজ বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলে নৌকা প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে আপিল আবেদন কেবিএস আহমেদ।

তিনি বলেন, ‘সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। এরপরও রিটার্নিং অফিসার সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমরা বিষয়টি তখন নজর এনেছিলাম। সেখানে বিষয়টি তিনি (রিটার্নিং কর্মকর্তা) আমলে নেননি। সেজন্য ইসিতে আপিল করেছি। আশা করি, নির্বাচন কমিশন আপিল শুনানি করে সঠিক রায় দেবেন।

এর আগে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্রে ‘স্ত্রীর নামে আমেরিকায় একটি বাড়ি থাকার’ বিষয়টি হলফনামায় উল্লেখ করেননি বলে আপত্তি করেন নৌকা প্রার্থীর জাহিদের সমর্থনকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

এ বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে আনলে তারা যাচাই করেই সাদিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন বলে জানান বরিশাল রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম।