সারাদেশ ৩০ নভেম্বর, ২০২৩ ১২:০৯

মানবতাবিরোধী অপরাধ : বাগেরহাটের ৭ জনের মৃত্যুদণ্ড 

আমাদের কাগজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দন্ডিত মামলায় সাতজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

এই মামলার আসামিরা হলেন বাগেরহাটের খান আকরামসহ মোট সাতজন।

আজ বৃহস্পতিবার ৩০ নভেম্বর, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

আদালতে তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। গত ২৮ নভেম্বর রায় ঘোষণার জন্যে আজকের দিন ধার্য করা হয়।

এ মামলায় মোট আসামি ছিলেন ৯ জন। তাদের মধ্যে ২ জন মারা গেছেন। খান আকরাম হোসেন, মকবুল মোল্লা ও শেখ মো. উকিল উদ্দিন কারাবন্দি রয়েছেন। বাকি ৪ জন পলাতক। পলাতক আসামিরা হলো- খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস ও শেখ রফিকুল ইসলাম বাবুল।

আমাদেরকাগজ/এমটি