সারাদেশ ২৭ নভেম্বর, ২০২৩ ০২:৩৮

দিনাজপুরে

ধানবোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা 

আমাদের কাগজ ডেস্ক: দিনাজপুরের কাহারোল উপজেলায় ধানবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কিছু ধানসহ ট্রাকের কেবিন পুড়ে যায়। 

রোববার (২৬ নভেম্বর) রাত দেড়টায় কাহারোল-বীরগঞ্জ সড়কে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম।

ওসি ফারুকুল ইসলাম বলেন, ধান বোঝাই করে একটি ট্রাক কাহারোল থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকে থাকা কিছু ধান ও ট্রাকের কেবিন পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদেরকাগজ/এমটি