সারাদেশ ২১ নভেম্বর, ২০২৩ ১০:১৯

কারাগারে থাকা মির্জা আব্বাসের বাসায় ককটেল বিস্ফোরণ

আমাদের কাগজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার ২১ নভেম্বর সকাল ৮টার নাগাদ মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়।দুটি ককটেলের মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে।মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ককটেল নিক্ষেপ করার ঘটনায় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আতংকে আচ্ছন্ন হয়ে পড়ে বাসায় থাকা লোকজন।  

দিদার বলেন, ককটেল বিস্ফোরণে মুহূর্তের মধ্যে বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তাকর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি চলে যায়। এসময় নিরাপত্তাকর্মীরা বাসার গেটের সামনে গিয়ে ইউনিফর্ম পরা ৬/৮ জন পুলিশকে ৩/৪টি মোটর সাইকেলসহ অবস্থান করতে দেখেন।

তিনি আরও বলেন, মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। 

এদিকে ২৮ অক্টবরের (মঙ্গলবার) পর (৩১ অক্টোবর) রাতে শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে মির্জা আব্বাসকে আটক ও কারাগারে পাঠানো হয়। 

আমাদেরকাগজ/এমটি