সারাদেশ ২০ নভেম্বর, ২০২৩ ০৯:৫১

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা 

আমাদের কাগজ ডেস্ক: মাদারীপুরের রাজৈরে এক স্কুলছাত্রীকে পুড়িয়ে মারার হত্যাচেষ্টার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। 

খবর পেয়ে পুলিশ, উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত দুইজন ৯ম শ্রেণির শিক্ষার্থী। তাদের বাড়ি বড়খোলা গ্রামে। ঘটনার পর পুলিশ তাদের আটক করেছে। এর আগে, রোববার ১৯ নভেম্বর, রাজৈর উপজেলার কদমবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, কিছুদিন ধরে নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে আলাদাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই শ্রেণির দুই ছাত্র। কিন্তু প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে তারা এ কাজ করে। সবশেষ রোববার সকালে ভাইয়ের সঙ্গে হেঁটে স্কুলে আসছিল ওই শিক্ষার্থী। বিদ্যালয়ের কাছে গেল ইজিবাইকে আসা ওই দুই স্কুলছাত্রের সহযোগীরা ওই শিক্ষার্থীকে মারধর করে। একপর্যায়ে বখাটেরা ওই স্কুলছাত্রীর শরীরে পেট্রোল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় ভাইবোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় বখাটেরা। পরে ১৫ বছরের মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়। 

আটক দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন। 

ঘটনার প্রসঙ্গে ওই স্কুলের প্রধান শিক্ষক স্বপন ঠাকুর বলেন, বিষয়টিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অল্পের জন্য মেয়েটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে। আমরা সবাই এর সুষ্ঠু বিচার চাই। 

আমাদেরকাগজ/এমটি