সারাদেশ ১৬ নভেম্বর, ২০২৩ ০১:৩৮

মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার হুমকি, আওয়ামী নেতার ভিডিও ভাইরাল

আমাদের কাগজ ডেস্ক: আবারও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়ার পর এবার হত্যার হুমকি দিয়েছেন এই আওয়ামী নেতা।

দিকে বুধবার ১৬ নভেম্বর, সন্ধ্যায় পিটার হাসকে হত্যার হুমকি দেওয়া ফরিদুল আলমের বক্তব্যের ২৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভাইরাল ওই ভিডিওতে আওয়ামী লীগ নেতা ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‌‌‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস...(প্রকাশযোগ্য নয়)। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজ কারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস....। ‘

এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করেও ফরিদুল আলমকে পাওয়া যায়নি। 

এর আগে গত ৬ নভেম্বর চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত হরতাল-অবরোধবিরোধী সমাবেশে হাসকে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মুজিবুল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়েও কটূক্তি করেন।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘পিটার হাস বলেছেন এখানে সুষ্ঠু নির্বাচন হবে। এই পিটার হাস, আমরা খাই পাঁচ আঙুলের ভাত। আর তুই খাস ফিডার। তুই হলি বিএনপির ভগবান। আর তোরে এমন পিটুনি দেব...। বাঙালি কি ফাজিল তা তো জানোস না। তোরা বিএনপি-জামায়াতের ভগবান হতে পারবি। তবে আমাদের একটি... ছিঁড়তে পারবি না।

আমাদেরকাগজ/এমটি