সারাদেশ ১৬ নভেম্বর, ২০২৩ ১০:০০

তফসিলের পরও থামেনি জেলায় যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভোরে আগুন দেওয়া হয়

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভোরে আগুন দেওয়া হয়

আমাদের কাগজ ডেস্ক: গতকাল দেশের দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার পরেও থামানি যানবাহনে ভাঙচুর অগ্নিসংযোগের নির্মমতা। এখন প্রযর্ন্ত চাঁদপুর, ঢাকা, বগুড়া, সিলেট, নোয়াখালী, গাজীপুর চট্টগ্রামে তান্ডব চালিয়ে আসছে দুর্বৃত্তরা।

মহাসড়কে ছোট-বড় অন্তত ২০টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। যা বুধবার ১৫ নভেম্বর, তাপসিলের পর ঘটে বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুর্বৃত্তদের এই বর্বরতায় গাড়িচালক যাত্রী মিলিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ঢাকার দোহার বাজারে রাত ১০টার দিকে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জাননো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দোহার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে।

সিলেটে বুধবার রাত পৌনে ৯টার দিকে শাহপরানের দাসপাড়ায় লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। আগুন নেভানোর কাজ করে সিলেট সেনানিবাস ফায়ার স্টেশনের ইউনিট। এছাড়া রাত ৩ টার দিকে ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা।

আমাদেরকাগজ/এমটি