সারাদেশ ১২ নভেম্বর, ২০২৩ ০৩:০৭

কারাবন্দী স্বামী জেল থেকে বেড়িয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদন: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত আসামী জেল থেকে বেড়িয়ে পরকীয়া সন্দেহে জাহানারা বেগমকে কুপিয়ে হত্যা করেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনায় ওই নারীর স্বামী হক মিয়াকে আটক করেছে পুলিশ। এর আগে, শনিবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার মুকুন্দী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ জাহানারা বেগম ওই এলাকার মৃত ওসমান মিয়ার মেয়ে।

পুলিশ নিহতের পরিবার জানায়, জাহানারার স্বামী হক মিয়া এর আগেও (ডাকাতির) মামলায় আট বছর কারাগারে বন্দি ছিলেন। সম্প্রতি জামিনে বেরিয়ে জানতে পারেন তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। নিয়ে স্ত্রীকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত। ঘটনার দিন শনিবার (১১ নভেম্বর) ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে কাঁচি দিয়ে কুপিয়ে জখম করেন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি