সারাদেশ ৭ নভেম্বর, ২০২৩ ০২:৩০

চট্টগ্রামে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৭

আমাদের কাগজ ডেস্ক: চট্টগ্রামে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রামে হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ-সংলগ্ন খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

এসময় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের করনে এমনটি হয়েছে বলে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহজাহান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিন শিশু রয়েছে। 

এখনো পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে দাবি করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যান ফায়ার নিয়ন্তনের দল। পরে রাস্তা থেকে লাশ উদ্ধার করা সহ আহতদের মেডিকেলে পাঠানো হয় বলে জানা যায়। যেটি জেলা ভিত্তিক আজকের দিনের সবচেয়ে বড় খবর বলে অনুমান করা হচ্ছে  

আমাদেরকাগজ/এমটি