সারাদেশ ২৫ অক্টোবর, ২০২৩ ০৪:৩৫

রাজধানীতে লিফটের ফাঁক দিয়ে পড়ে আওমী লীগ নেতার মৃত্যু  

আমাদের কাগজ ডেস্ক : রাজধানীতে ৬ তলা ভবনের কাজ দেখতে গিয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এসময় রাজধানীর নাবিস্কোতে একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁক দিয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। (মঙ্গলবার) (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। 

নিহতের নাম, শেখ বরকত হোসেন (৪৯)। শেখ বরকত ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার একটি নির্মাণাধীন ৬ তলা ভবনের কাজ দেখতে যান বরকত হোসেন। সেখানে লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে যান তিনি। পুলিশ রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

আমাদের কাগজ/এমটি