সারাদেশ ১১ অক্টোবর, ২০২৩ ১১:৩৬

২ ঘণ্টার চেষ্টায় উত্তরার আগুন নিয়ন্ত্রণে 

আমাদের কাগজ ডেস্ক : উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঈদ গ্রাউন্ড সেন্টারের লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক। এর আগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

এরও আগে মঙ্গলবার ১০ অক্টোবর দিবাগত রাত ১টা ১৮ মিনিটে সাঈদ গ্রাউন্ড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে (মঙ্গলবার) রাতে আগুনের সংবাদ পেয়ে রাত ১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

আগুন নিয়ন্ত্রণ সংস্থার ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বলেন, উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত সাইদ গ্রান্ড সেন্টারে আগুন লেগেছে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। সংবাদ পেয়েছি আট তলায় আগুন। তবে ইউনিট পৌঁছার পর জানতে পারি আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আট তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।

আমাদেরকাগজ(এমটি)