সারাদেশ ১০ অক্টোবর, ২০২৩ ০১:০৫

দুই মেয়ের মা পরকীয়া প্রেমিকে না পেয়ে বিষপান, অতঃপর...  

আমাদের কাগজ ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীর স্বীকৃতি না পেয়ে এক নারী আত্মহত্যা করেছেন। এঘটনায় পরকীয়া প্রেমিক রব্বানী সরকার (৪২) কে আটক দেখিয়েছে পুলিশ। গতকাল (সোমবার) রাতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই নারীর নাম, মাজেদা বেগম (৪২)। এছাড়া অভিযুক্ত ও গ্রেপ্তারকৃত (রব্বানী সরকার) উপজেলার রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামের সৈয়দ জামানের ছেলে।

পুলিশ জানায়, ২২ বছর আগে বড় দাউদপুর গ্রামে মাজেদা বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তার দুই মেয়ে রয়েছে। কয়েক বছর আগে মাজেদা বেগমের স্বামী মারা যান। পরে প্রতিবেশী রব্বানী সরকারের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। রব্বানী বিবাহিত। তারা বিভিন্ন সময় একসঙ্গে বাইরে ঘুরতে যান। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রব্বানী সরকারের বাড়িতে এসে স্ত্রী হিসেবে স্বীকৃতি চান মাজেদা বেগম। এ সময় রব্বানী বিভিন্ন কথা বলে তাকে তাড়ানোর চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইঁদুর মারার ওষুধ খেয়ে রব্বানী সরকারের বাড়ির উঠানে আত্মহত্যা করেন মাজেদা।

ঘটনার পর মাজেদা বেগমের মেয়ে রেখা মনি বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুপুরে আসামি রব্বানী সরকারকে গ্রেপ্তার করে।

সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রব্বানী সরকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদেরকাগজ(এমটি)