সারাদেশ ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২৭

রাজধানীর তেজগাঁওয়ে গুলিবিদ্ধ সেই ভুবন আর নেই 

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫২) বেঁচে নেই। 

আজ (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। ভুবন চন্দ্র শীলের শ্যালক পলাশ চন্দ্র শীল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে,এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়ে শয্যাশয়ী ছিলেন তিনি। 

গত সোমবার রাত ১০টার দিকে তেজগাঁও শিল্প এলাকার সিটি পেট্রোলপাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি একদল সন্ত্রাসী চারটি মোটরসাইকেলে এসে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় প্রাইভেট কার থেকে মামুন ও তার দুই সহযোগী মিঠু ও খোকন নেমে পড়েন। তখন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মামুনের পিঠ ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

ঘটনা এখানেই শেষ হতে পারত কিন্তু না। ঘটনার দিন এখই সময় ভুবন চন্দ্র ওই পথ দিয়ে মোটরসাইকেলে আরামবাগ যাচ্ছিলেন। সন্ত্রসীদের করা গুলি গিয়ে লাগে ভুবন চন্দ্র শীলের মাথায়। 

তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে ওই রাতেই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। অতঃপর আজ মারা যান তিনি 
 

আমাদেরকাগজ/এমটি