সারাদেশ ৮ অক্টোবর, ২০১৯ ০৩:০৯

দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরারকে হত্যা: ফখরুল

ডেস্ক রিপোর্ট।। 

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, ভারতের সাথে দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করাতেই সন্ত্রাসীরা তাকে পৈশাচিক কায়দায় হত্যা করেছে। তিনি এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি আবরারের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনা আবারও প্রমাণ করল, বর্তমান সরকার দেশের মানুষের প্রতিবাদী কণ্ঠকে নির্মূল করে নিজেদের হিটলারি শাসন বজায় রাখতে চায়। জনগণ তাদের এই মনোবাঞ্ছা কোনো দিনই পূরণ হতে দেবে না। মত-প্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে দেশের মানুষ যেকোনো ত্যাগ স্বীকার করতে দ্বিধা করবে না।