সারাদেশ ৮ অক্টোবর, ২০১৯ ০২:১৯

স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্রাটকে নেয়া হয়েছে হৃদরোগ হাসপাতালে

ডেস্ক রিপোর্ট।। 

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে।  এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে দুই ঘণ্টা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। 

মঙ্গলবার (৮ অক্টোবর) আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল ছয়টার দিকে কারা পুলিশ প্রটোকলে ইসমাইল হোসেন সম্রাটকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এস আই খান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে সম্রাটের হৃদরোগজনিত সমস্যা চিহ্নিত হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা সম্পন্ন হবে।

এর আগে ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে থেকে সম্রাটকে আটক করে র‍্যাব। সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি বন্য প্রাণীর চামড়া রাখায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় তাকে।

পরে সোমবার (৭ অক্টোবর) রমনা থানা পুলিশ অস্ত্র ও মাদক আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। সম্রাট বর্তমানে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ রয়েছেন।