সারাদেশ ২ আগস্ট, ২০১৯ ০৪:২৭

ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ 

ডেস্ক রিপোর্ট ।। 

দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায়  অন্তত ৭ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকায় পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১৯ জন আহত হওয়ার তথ্য ঠাকুরগাঁও জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতাল সূত্র জানায়, মৃতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ডিপজল এন্টারপ্রাইজ নামের বাসটি ঢাকা থেকে ছেড়ে ঠাকুরগাঁও যাচ্ছিল। নিশাত পরিবহন নামের বাসটি ঠাকুরগাঁও থেকে ছেড়ে দিনাজপুর যাচ্ছিল। ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকায় বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।