ডেস্ক রিপোর্ট ।।
কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বাড়ি থেকে ইয়াবা ও চোরাই মোটরসাইকেলসহ এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত মধ্য রাতে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের দক্ষিণ বিঞ্চুবল্লভ পানাতিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহ্ আলমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল ও ১৭৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শাহ্ আলমের স্ত্রী নাসরিন বেগম (২৮), ওই ইউনিয়নের বিষ্ণুবল্লভ গ্রামের জেয়াদুল ইসলামের ছেলে মো. ফুলবাবু (২৫) ও বাগচির খামার গ্রামের মোফাজ্জল হকের ছেলে শহিদুল ইসলাম (৪০)।
জানা যায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসরিন বেগমকে ৫০ পিস ইয়াবা ও ফুলবাবু এবং শহিদুল ইসলামকে ১৭শ' পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ফুলবাবুর ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এছাড়াও আরও ২ জন ঘরের টিন ভেঙ্গে পালিয়ে যায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।





















