সারাদেশ ২৪ জুলাই, ২০২৩ ০২:২৮

ফতুল্লায় কারখানায় আগুন, দগ্ধ ৩৫

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প নগরীর ফকির এ্যাপারেল কারখানায় লাগা আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ৩৫ জন দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

সেখানকার জেনারেল হাসপাতালের সূত্র জানায়, নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে প্রথমে দগ্ধ ৩৫ জনকে ভর্তি করা হয়। এরপর ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। 

সেইসাথে অন্য দগ্ধ কৃতদের তাৎক্ষনিক নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার সকাল ১০টা ৩১ মিনিটে আগুন ধরার খবর পায় ফায়ার সার্ভিস। 

বাহিনীটির প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১০টা ৩৮ মিনিটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় বিসিকের ওই কারখানার আগুন বেলা ১১টা ২৫ মিনিটে নির্বাপন করতে সক্ষম হয়।

আমাদেরকাগজ/এমটি