সারাদেশ ২৪ জুলাই, ২০২৩ ০৮:৪৯

জঙ্গিদের গ্রেপ্তারে মুন্সীগঞ্জে অভিযান চালাচ্ছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে একটি জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে ঢাকার পাশের জেলা মুন্সীগঞ্জে অভিযান চালাচ্ছে র‍্যাব।

সোমবার গভীর রাতে (৩টায়) এ অভিযান শুরু করা হয়।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে র‌্যাব। অভিযান এখনো চলছে।

অভিযান শেষে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।


আমাদেরকাগজ/এইচএম