সারাদেশ ২৩ জুলাই, ২০২৩ ০১:৩৬

মেয়েকে দেখতে এসে হাসপাতালের বাথরুম থেকে বাবার মরদেহ উদ্ধার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: হাসপাতালে অসুস্থ মেয়েকে দেখতে এসে হাসপাতালের বাথরুম থেকে আবু বক্কর সিদ্দিক নামের এক বেক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে।  আজ রোববার জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে,অসুস্থ মেয়েকে দেখতে আসলে একই দিন সকালে হাসপাতালের বাথরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি ক্ষেতলাল উপজেলার দাশড়া মিনিগাড়ী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫৯)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার বক্কর তার অসুস্থ মেয়ে মনোয়ারাকে দেখতে ওই হাসপাতালে আসেন। রোববার সকালে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে দেখতে পান এক বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। এ সময় তার চিৎকারে লোকজন জড়ো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বক্করকে মৃত ঘোষণা করেন।

ওসি হুমায়ুন কবির জানান, রোববার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি।

আমাদেরকাগজ/এমটি