সারাদেশ ২১ জুলাই, ২০২৩ ০৪:০৪

মাদারীপুর

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: মাদারীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে দুই পক্ষের তুমুল ঝগড়ার একপর্যায় সংঘর্ষে জড়ালে এতে অন্তত ২০ জন আহত হয়েছে। 
আজ শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর এলাকায় এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী এ ঘটনা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ছিলারচর এলাকায় স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করেন প্রতিবেশী সাহাবুদ্দিন শিকদারের ছেলে শাকিল শিকদার। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকে মীমাংসাও হয়। এর জেরে সকালে শাকিল প্রথমে নজরুলের ঘরে ঢুকে পরিবারের ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এই সংঘর্ষে জেরে আহত হয় নারীসহ প্রায় ২০ জন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ/এমটি