সারাদেশ ২০ জুলাই, ২০২৩ ১০:৫৯

ভাতিজির দায়ের কোপে ফুপু নিহত  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে ভাতিজির দায়ের কোপে এক নারী নিহতের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টায় ওই ইউনিয়নের বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে ভাতিজি মানুফা আক্তার পলাতক রয়েছে। আজ বৃহস্পতিবার ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তি ওই এলাকার আবদুল কাদির ব্যাপারীর স্ত্রী নুরুন্নাহার (৪০)। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার মানিক ড্রাইভারের স্ত্রী মারুফা আক্তার। নিহত নুরুন্নাহার সম্পর্কে মারুফার ফুপু হয়। এর আগে, ময়মনসিংহের সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৯টায় পারিবারিক বিষয় নিয়ে নুরুন্নাহারের সঙ্গে ঝগড়া হয় মারুফার। ঝগড়ার একপর্যায়ে মারুফা দা দিয়ে কুপিয়ে নুরুন্নাহারকে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা নুরুন্নাহারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ফারুক হোসেন জানান, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদেরকাগজ/এমটি