সারাদেশ ১৭ জুলাই, ২০২৩ ০১:২৩

জাল ভোট দিতে গিয়ে ২ যুবক আটক 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে ও স্থানীয়দের সহয়তায় অভিযুক্ত ২বেক্তিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভন্ডেশ্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১১টায় ৯০নং ভন্ডেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, উপজেলার পারখী ইউনিয়নের আউলিবাদ গ্রামের আব্দুল বাছেদের ছেলে হাবিবুর রহমান (১৭) ও একই গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে তছির আহমেদ (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় ভন্ডেশ্বর কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে জাল ভোট দিচ্ছিল হাবিবুর ও তছির। এ সময় ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররা যুবকদের বয়স সন্দেহে হওয়ায় তাদের আটক করে পুলিশে দেয়।

প্রিসাইডিং অফিসার মো. নাসির উদ্দিন জানান, পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভন্ডেশ্বর কেন্দ্রে জাল ভোট দিতে আসে দুই যুবক। এ সময় স্থানীয় ভোটাররা জাল ভোট দেওয়ার সন্দেহে তাদের আটক করে। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নিবেন।

উল্লেখ, কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন নির্বাচনে দুজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ১৬ হাজার ৯৫০ জন ভোটার রয়েছে।

আমাদেরকাগজ/এমটি