বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৯ জুলাই) সকালে শরণখোলা থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেয়ার পথে মারা যায় শিশু কৌশিক নন্দী।
নিহত শিশু উপজেলার ধানসাগর গ্রামের বাসিন্দা ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার নন্দীর একমাত্র সন্তান।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশু কৌশিক নন্দী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে নমুনা পরীক্ষায় শিশুটির ডেঙ্গু রোগী সনাক্ত হয়। এ নিয়ে শরণখোলা হাসপাতালের গত ৯ দিনে ৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে।
বাগেরহাট ২৫০ বেড জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসিম কুমার সমাদ্দার জানান, বাগেরহাটে এখন প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দু’সপ্তাহে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ১৬ জন। বর্তমানে বাগেরহাট ২৫০ বেড জেলা হাসপাতালে ২ জন ভর্তি রয়েছেন। জ্বর ও সর্দিজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই জেলা হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। রোগীর চাপ বেশি থাকায় বেড সংকটের কারণে অনেকেই ফ্লোরে থেকে চিকিৎসা নিচ্ছেন। জনবল সংকট থাকায় ডেঙ্গুসহ রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে।
আমাদেরকাগজ/এইচএম





















