ডেস্ক রিপোর্ট ।।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান ও তাঁর পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক।
আগামী সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত তথ্য পাঠাতে বলেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আনিসুর রহমানের পাশাপাশি তাঁর স্ত্রী ফাতেমাতুজ জোহরা, ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার ব্যাংক হিসাবের তথ্যও জানতে চেয়েছে বিএফআইইউ।
ফাতেমাতুজ জোহরা আগে সংসদ সদস্য ছিলেন। আনিসুর রহমান আগে যশোরের পুলিশ সুপার ছিলেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আনিসুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি বিষয়টা শুনেছি। আমি জানি না, ঠিক কী কারণে এটা করা হচ্ছে। যারা করছে, ঠিক তাঁরাই এটা বলতে পারবেন।’
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, একটি তদন্ত সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে তাঁদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।





















