সারাদেশ ৯ জুলাই, ২০২৩ ০২:৫০

বাবাকে হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: নরসিংদীর পলাশে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ সময় বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ভুক্তভোগী সর্বনাশ করে হাবি মিয়া (৫৭) নামে এক বেক্তি। শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত হাবিজ ওরফে হাবি মিয়া ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের মৃত করম আলীর ছেলে। সে পেশায় একজন দিনমুজুর।

পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, ভুক্তভোগী শিশুর মা জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করছেন। বাড়িতে বাবা ও ভাইয়ের সাথে ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়া পাড়ায় আলুরটেকে বসবাস করে ওই শিশু। গত ২৭ জুন বিকেলে তাদের বাড়ির পাশের একটি টেকে ওই শিশু মেয়েকে একা পেয়ে হাবি মিয়া তার বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে। একইভাবে পরের দিন ২৮ জুন সন্ধ্যা রাতে পুনরায় ধর্ষণ করে। পরে মেয়েটি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তার বাবা ধর্ষণের আলামত পেয়ে মেয়েটি জিজ্ঞাসাবাদ করলে হাবি মিয়া তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে জানায়।

সর্বশেষ শনিবার রাতে হাবি মিয়াকে অভিযুক্ত করে ভুক্তভোগী মেয়ের বাবা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গতকাল রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ভুক্তভোগীর বাবা ধর্ষণের অভিযোগ জানালে শনিবার রাত ৮টায় ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে হাবি মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হাবি মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি