সারাদেশ ৪ অক্টোবর, ২০১৯ ০১:৩৮

ইমামের বিরুদ্ধে মসজিদের ভেতর শিশু ধর্ষনের অভিযোগ

ডেস্ক রিপোর্ট।।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক ইমামের বিরুদ্ধে মসজিদের ভেতরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান,বাড়ির পাশের মসজিদে পড়তো শিশুটি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে মসজিদের ইমাম মনির হোসেন সবাইকে ছুটি দিয়ে তাকে রেখে দেয়। পরে কৌশলে ধর্ষণ করে বলে অভিযোগ স্বজনদের। 

বাড়ি ফিরে পরিবারকে জানালে, তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত ইমামকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।