সারাদেশ ৬ জুলাই, ২০২৩ ১০:২০

মসজিদ থেকে বেরিয়ে হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে মসজিদ থেকে বেরিয়ে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের নিহতের ঘটনা ঘটে। জানা যায়, নিহত  ছাবের আহমেদ (৭০) বুধবার রাতে মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হওয়ামাত্রই হাতির সামনে পড়েন। এ সময় হাতিটি ছাবেরকে শুঁড় দিয়ে ওপরে তুলে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আজ বৃহস্পতিবার বারখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী (শাকিল) এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৫ জুলাই) রাত ৯টার দিকে ওই ইউনিয়নের হাজীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতে মসজিদ থেকে বের হওয়ামাত্রই হাতির সামনে পড়েন। ক্ষিপ্ত ওই হাতিটি ছাবেরকে তুলে আছাড় দেয়। এতে মারা যান তিনি।


চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী (শাকিল) জানান, বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আমাদেরকাগজ/এমটি