বরিশাল প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার অধীনে কোন দিন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিদেশীরাও বলে অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে তা মানা হবে না। এজন্য র্যাবকে তারা স্যাংশন দিয়েছে। ফয়সালা হবে রাজপথে। তাই সামনের আন্দোলনকে তরুণদের এগিয়ে নিতে হবে। তরুণরা জেগে উঠুন।
শনিবার (২৪ জুন) বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ সরকারকে বিদায় করার জন্যই রোদ-বৃষ্টিতে আপনারা ভিজছেন। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নতুন একটা সংগ্রাম শুরু হয়েছে। আজ থেকে ১১ বছর আগে এক মায়ের ২ ছেলে গুম হয়ে গেছে। এরকম ৭০০ এর উপরে গুম হয়েছে। ফ্যাসিবাদী অবৈধ সরকার মায়েদের সন্তান হারা, স্ত্রীদের স্বামী হারা করিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এ সরকার ১৪ বছর ধরে জনগণের উপর চেপে বসে আছে।
তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের দাবি ছিল। ৪টি নির্বাচন হলো তত্বাবধায়কে, সবাই মেনেও নিলো। কিন্তু তারা এসে নিজেদের অধীনে নির্বাচন দিল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করেছে আওয়ামী লীগ।
তারুণ্যের সমাবেশের প্রধান বক্তা যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা ৪ কোটি ৭০ লাখ তরুণ ভোটারদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। ক্ষমতা নয়, ভোটের জন্য লড়াই করছি। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল। তারা দিনের ভোট রাতে করে। এ সরকারের পতনে রাজপথে ফয়সালা হবে।
সমাবেশের বিশেষ বক্তা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেন, ঘরে ঘরে চাকরি, বিনামূল্যে সার দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়েছে এই মাফিয়া সরকার। তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের চূড়ান্ত পথে ধাবিত হতে হবে।
আমাদেরকাগজ/এইচএম





















