সারাদেশ ২২ জুন, ২০২৩ ০২:০৯

স্বামীকে হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে পারিবারিক কলহের জেরে স্বামী শামীম মিয়াকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, জানা যায়,স্বামীর মৃত্যুর নিশ্চিতের পর ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণ করেছেন স্ত্রী বানু বেগম (৩২)। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ক্যানসার গলিতে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবার পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, ফোন পাওয়ার পরে জরুরি সেবা থেকে বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বানু বেগমকে আটক করেছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। আমরা ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রীকে হেফাজতে নেই। নিহত শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, যৌতুকের জন্য তার স্বামী প্রায়ই মারধর করত। অতিষ্ঠ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

 

মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শামীম মিয়া ও বানু বেগম দুই মাস আগে ঢাকায় ভাড়া বাসায় ওঠেন। তাদের কোনো সন্তান নেই। শামীমের প্রথম স্ত্রী-সন্তানরা গ্রামের বাড়ি ময়মনসিংহে থাকেন। নিহতের পরিবারের সদস্যরা মামলা করলে বানু বেগমকে আদালতে তোলা হবে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না দেখা হচ্ছে। এ হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না সে বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

আমাদেরকাগজ/এমটি