সারাদেশ ১৯ জুন, ২০২৩ ০৩:৩৩

সাংবাদিক হত্যায় : আলোচিত সেই চেয়ারম্যানপুত্রের অস্ত্র হাতে ছবি ভাইরাল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : জামালপুরে সাংবাদিক হত্যার আলোচিত চেয়ারম্যানপুত্র রিফাতের পিস্তলসহ একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ সময় আকাশি রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট পরিহিত রিফাত ডান হাতে পিস্তল দেখা গেছে। আজ সোমবার বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে নাদিম হত্যা মামলার আসামি ও অভিযুক্ত ব্যক্তি হলেন, বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাত (২৩)। তিনি উপজেলা ছাত্রলীগের সদ্যবহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক। এ ঘটনার পর থেকে তিনি পলাতক।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, হাতে পিস্তল কারো সঙ্গে দুষ্টুমিতে মেতে আছেন বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাত। তার পেছনে ধানখেত।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, ছবিটি ফেসবুকে দেখেছি। এখনও রিফাতকে গ্রেপ্তার করা যায়নি। রিফাত গ্রেপ্তার হলে এ অস্ত্রের রহস্য বেরিয়ে আসবে। যদি তার কাছে অস্ত্র পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, গত ১৪ জুন রাত ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তিনি বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আমাদেরকাগজ/এমটি