ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশ সেনাবাহিনী রোহিঙ্গাদের গতিবিধি নিয়ন্ত্রণে কাজ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ ৩০ সেপ্টেম্বর, সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের হালিশহরে সেনাবাহিনীর ৪টি গোলন্দাজ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সেনাপ্রধান এক প্রশ্নের জবাবে বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশের কাঁটাতারের বেড়া দেবার, আর সেই দায়িত্ব সেনাবাহিনীর। আমরা সেটার পরিকল্পনা করছি। একইসঙ্গে রোহিঙ্গাদের গতিবিধি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে ফেন্সিং করবে সেনাবাহিনী।’
তিনি আরো বলেন, ‘প্রায় ১১ লাখ রোহিঙ্গা টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। তারা যখন তখন বাইরে যাচ্ছে। নানা ঘটনাই ঘটছে। এসব নিয়ন্ত্রণে আনার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে।’ তাদের চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী জাতিসংঘে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন জেনারেল আজিজ। সে প্রেক্ষিতে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা সমর্থন করে সেনাবাহিনী।‘
সাম্প্রতিক সময়ে মিয়ানমারের নানা উস্কানি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মিয়ানমারের কোনো ধরনের উস্কানির ফাঁদে পা দেবে না সেনাবাহিনী।’





















