জাতীয় ডেস্ক।।
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সানওয়ার সিরা্জের বিরুদ্ধে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিশেষ ক্ষমতাবলে এ সিদ্ধান্ত দেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন।
রহিমা কানিজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল অভিযোগ আমলে নিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। আজ তাদের প্রথম সভা ছিল। তদন্ত চলাকালীন সানওয়ার সিরাজকে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সুপারিশ করে তদন্ত কমিটি। সুপারিশে অনুমোদন দেন উপাচার্য।’
এর আগে গত ১৯ সেপ্টেম্বর শিক্ষক সানওয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন একই বিভাগের এক ছাত্রী। পরে ২৩ সেপ্টেম্বর রাতে ২৬টি ঘুমের ওষুধ খেয়ে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রী। গুরুতর অবস্থায় তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে।




















