ডেস্ক রিপোর্ট।।
জাতীয় নাগরিক নিবন্ধন-এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেলে, প্যালেস হোটেলে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে নরেন্দ্র মোদি এই আশ্বাস দেন।
বৈঠকে তিনি জানান, ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়টি নির্ধারণে কাজ করবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলেও বৈঠকে উল্লেখ করেন নরেন্দ্র মোদি। পরে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৈঠক সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, বৈঠকটি খুবই সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয় নিয়েও আলোচনা করেছেন। এছাড়াও আলোচনা হয়েছে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়েও। ৫ অক্টোবর নয়াদিল্লীতে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এসব নিয়ে আবারো আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।




















