আমাদের কাগজ ডেস্কঃ আজও একপশলা বৃষ্টি শান্তির পরশ বুলিয়ে দিয়েছে রোজাদারদের। রোজার প্রথম দিনে পর আর দ্বিতীয় দিনেও শান্তির বৃষ্টি উপভোগ করলেন রাজধানীবাসী। শনিবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।
বিকাল সাড়ে ৫টার আগে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শেখেরটেক, মুনসুরাবাদ, গাবতলী, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। একপশলা বৃষ্টিতে প্রকৃতি শান্ত হয়েছে অনেকটাই। স্বস্তি নেমে এসেছে জনজীবনে।
প্রতিদিনের জীবনযাত্রার রুটিন বদলে গেছে রোজার শুরু থেকেই। দিনের বেলায় পানাহার বন্ধ। প্রথম দিনটিতে রোজাদার মুসল্লিদের তেমন চরমভাবাপন্ন আবহাওয়ায় পড়তে হয়নি।
মহান আল্লাহ পাকের অনুগ্রহ লাভের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা দিনের বেলায় পানাহারে বিরত থেকে শুরু করেছেন সিয়াম সাধনা। জাগতিক মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, লোভ, লালসা দমন করে আত্মশুদ্ধির এই সাধনা চলবে পুরো রমজান মাসে। দিনে রোজা রাখার পাশাপাশি মুক্ত হস্তে দান খয়রাত ও বেশি বেশি নফল ইবাদতের মধ্য দিয়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই মাসের দিনগুলো অতিবাহিত করবেন মুসল্লিরা।
বরাবরের মতো এবারও রোজার প্রথম দিন থেকেই বদলে গেছে শহরের দৃশ্যপট। হোটেল-রেস্তোরাঁগুলোর সামনে ছিল পর্দা টাঙানো। দুপুরের পর থেকেই পাড়া-মহল্লার গলির মোড়ে, ফুটপাতে, বাজারে, খাবার দোকানের সামনে বসে যায় ঐতিহ্যবাহী নানা ধরনের ইফতার সামগ্রীর পসরা।
শনিবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় আগামীকাল রবিবার (২৬ মার্চ) সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। শনিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭%।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
আমাদের কাগজ/এমটি


















