আমাদের কাগজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকার একটি খেলার মাঠ থেকে রোজিনা (৩৪) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
রোজিনা ঢাকার মিরপুরের দক্ষিণ কোটবাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে। তার জন্মস্থান নারায়ণগঞ্জে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে গলাকাটা অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
অত'পর নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নাম পরিচয় জানা সম্ভব হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, ওই নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।
আমাদের কাগজ /এমটি


















