নিজস্ব প্রতিবেদক : মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামে পরকীয়া প্রেমিক তোফাজ্জেল হোসেনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন দুই সন্তানের জননী। শনিবার, ২৫ ফেব্রুয়ারি থেকে ওই গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে শহর আলীর বাড়িতে অবস্থান করছেন তিনি। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে চলে গেছেন। অভিযুক্ত ব্যক্তি জোবান বিশ্বাসের ছেলে তোফাজ্জেল হোসেন। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত।
ভুক্তভোগী নারী জানান, প্রায় চার বছর ধরে তোফাজ্জলের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভনে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক হয়। পরে এ সম্পর্কের কথা জেনে স্বামী আমাকে তালাক দেয়। কোনো উপায়ন্তর না দেখে বিয়ের দাবিতে অনশন করছি। তোফাজ্জল বিয়ে না করলে আত্মহত্যা করবো।
ইউপি সদস্য (মেম্বার) আবুল কাশেম জানান, ‘রোববার সকাল ১০টার মধ্যে ছেলের সঙ্গে ওই নারীর বিবাহ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বিয়ে হয়নি। চেয়ারম্যান বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাব্বারুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদেরকাগজ/ এইচকে




















