আমাদের কাগজ ডেস্কঃ ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় রেজাউল ইসলাম রাহাত নামে এক মোটরসাইকেলচালক নিহতের খবর পাওয়া গেছে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর কাশিপুরস্থ দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম নগরীর ৩ নম্বর ওয়ার্ডের মতাশার এলাকার বাসিন্দা। তিনি একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের চরমোনাইয়ে মাহফিলের উদ্দেশে যাচ্ছিল। পথে দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের সামনের সড়ক অতিক্রম করার সময় মোটরসাইকেলের সঙ্গে বাসটির ধাক্কা লাগে।
গোল্ডেন লাইন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আমাদের কাগজ/এমটি




















