আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর শাহজাহানপুর এলাকার রেলওয়ে কলোনির পরিত্যক্ত শ্রমিক ইউনিয়নের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত বেক্তির পরিচয় পাওয়া গেছে। দ্বীন ইসলাম (৪২)। বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন
এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে অচেতন অবস্থায় দ্বীন ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, আমরা খবর পেয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনি শ্রমিক ইউনিয়নের কক্ষ থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই বলেন, দ্বীন ইসলামের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে তাকে দেখে ভবঘুরে প্রকৃতির বলে মনে হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
আমাদের কাগজ/এমটি




















