সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শাহরিয়ার শিপু ও জেলা যুবদল সভাপতি মির্জা আব্দুল জাব্বার বাবু এবং কামারখন্দ সরকারী হাজী কোরব আলী কলেজ শাখার ছাত্রদল আহ্বায়ক শামিম রেজাসহ ৩৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ওই ঘটনা ঘটে।
এ সময় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।
এদিকে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শহরের বাজার ষ্টেশন মুক্তির সোপানে বিক্ষোভ সমাবেশ করছে জেলা আওয়ামী লীগ।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অপরদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে বিঘ্ন ঘটাতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ বরাবরের মতো এবারও আমাদের ওপর দোষ চাপাচ্ছে। এমনকি, আমরা যেন রাজনৈতিক মাঠ ছেড়ে পালিয়ে থাকি সেজন্য মামলা, হামলা ও পুলিশ দিয়ে নির্যাতনের পাঁয়তারা চলছে। হোন্ডায় অগ্নিসংযোগও তাদেরই কারসাজি।’
পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল শনিবার বিকেলে বলেন, ‘সংঘর্ষ ও অগ্নিসংযোগ এবং জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের ঘটনায় ৩৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।’
আমাদেরকাগজ/এইচএম




















