কুড়িগ্রাম ডেস্কঃ বাড়ি ফেরার পথে বন্ধুদের সঙ্গে বাজি ধরে দুধকুমার নদে ঝাঁপ দিয়ে বাবুল মিয়া (২২) নামের যুবকের নিখোঁজ লাশ উদ্ধার করেছেন পুলিশ। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে শেষে ৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাঁপ দেন তিনি। ঘটনার ৫ দিন পর, নিখোঁজ (২২)কে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকা থেকে মরদেহে সন্ধান পায় পুলিশ।
তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান সাদ্দাম জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় বাবুলের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান সাদ্দাম জানান, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় বাবুলের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি (রোববার) রাতে ফুফাতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে যান বাবুল। রাত সাড়ে ১১টার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাযোগে দুধকুমার নদ পার হওয়ার সময় বন্ধুদের সঙ্গে নদী সাঁতরে ওপারে যাওয়ার বাজি ধরেন বাবুল। ৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাঁপ দেন তিনি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আমাদের কাগজ/এমটি





















