সারাদেশ ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:৫০

ডুবোচরে আটকে থাকা ১৭৫ শিক্ষক-শিক্ষার্থীর প্রাণ বাঁচল যেভাবে 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে জরুরী সেবায় ৯৯৯ এ কল দিয়ে জীবন বাঁচল ১৭৫ শিক্ষক-শিক্ষার্থী। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাঙামাটি কাপ্তাই হ্রদের শুভলং ইউনিয়নের ইয়ারিং ছড়া এলাকায় এই শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশ। তথ্য অনুযায়ী, লঞ্চটি ছিল শিক্ষা সফরের। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েও বের হতে না পেরে। শেষমেশ জরুরি সেবা ৯৯৯-এ কল দেন পর্যটকরা।পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। 

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক মো. আবু তাহের ভূঁইয়া জানান, চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৭৫ জন শিক্ষক-শিক্ষার্থী শিক্ষা সফরের জন্য রাঙামাটি আসে। পরে শহরের উন্নয়ন বোর্ডের ঘাট থেকে একটি লঞ্চ ভাড়া করে তারা প্রথমে শুভলং ইউনিয়নের প্যাদা টিং টিং রেস্টুরেন্ট যায়। সেখান থেকে শুভলং ঝর্ণার উদ্দেশে রওনা দিলে তাদের লঞ্চটির পাটাতন কাপ্তাই হ্রদে ভেসে উঠা ডুবোচরে আটকে যায়। 

চালকরা দীর্ঘক্ষণ চেষ্টা করেও লঞ্চটি সরাতে পারছিলেন না। এতে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। পরে ৯৯৯-এ কল করে পুলিশে খবর দেন তারা। 

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মারুফ মাহমুদ বলেন, সুবলং ঝর্ণা থেকে ফেরার পথে হ্রদের একটি চরে আমাদের লঞ্চটি আটকে যায়। সন্ধ্যা হয়ে আসায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করি। পরে পুলিশ এসে আমাদেরকে রাঙামাটি শহরে নিয়ে আসে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম বলেন, তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদে চট্টগ্রামে পাঠানো হয়েছে। এ কাজে নৌ পুলিশের সদস্যরাও সহায়তা করেছেন।

আমাদের কাগজ/এমটি