সারাদেশ ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:২১

রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে যন্ত্র চুরি: আরও ২ জন গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের কেমিকেল হাউজ এলাকার ল্যাব থেকে কয়লার মান পরীক্ষার যন্ত্র চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে আবু তাহের (৪৬) এবং হাওলাদার সোহেল (২৭) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে রামপাল উপজেলা সদর থেকে এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় চুরির কাজে ব্যবহার করা পিকআপটি জব্দ করা হয়।

এদের মধ্যে আবু তাহের একটি বেসরকারি কোম্পানির অধীনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের গাড়ি চালাতেন। মেশিনটি ঢাকায় নিয়ে যাওয়ার সময়, সোহেলকে সহযোগী হিসেবে নিয়ে যান আবু তাহের। ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

এর আগে, বৃহষ্পতিবার রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে যন্ত্রটি উদ্ধার করে পুলিশ।

রামপাল থানার ওসি মোহাম্মদ সামছুদ্দীন বলেন, গ্রেপ্তার দুইজন চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারে কাজ চলছে।

আমাদেরকাগজ/এইচএম