সারাদেশ ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৫৭

রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ জরুরি সংস্কার ও গ্যাস লাইনের ত্রুটি থাকায় আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না। বুধবার (১ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কারকাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর-১৩ এবং কচুক্ষেত এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

আরও বলা হয়, এছাড়াও আশপাশের এলাকায় গাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে। গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। 

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে কোন একালা গুলো আওতাধীন তা এখনও জানা সম্ভব হয়নি। জানতে চোখ রাখুন আমাদের কাগজ অনলাইনে। 

আমাদের কাগজ/এমটি