সারাদেশ ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৪৮

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন শহরের অনেক এলাকা 

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে আগুনে বিদ্যুৎহীন অনেক এলাকা। এ সময় খানপুর এলাকায় পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। এ কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে শহরের অনেক এলাকা।

জানা যায়, দেড় ঘণ্টার চেষ্টায় নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ৬টি ইউনিট সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। আমাদের দুটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলতে পারবেন। কিভাবে আগুনের সূত্রপাত তা পরে জানাব।

তিনি জানান,ক্ষয়ক্ষতির পরিমাণ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলতে পারবেন। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা পরে জানানো যাবে।


আমাদের কাগজ/এমটি