খুলনা প্রতিনিধিঃ খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (৩০ জানুয়ারি) ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টার দিকে উপজেলার জামিরা রোড সংলগ্ন আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
নিহত ব্যক্তির নাম মিলন ফকির (৪৫)। তিনি ওই উপজেলার আলকা গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ জানুয়ারি) সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন মিলন ফকির। এসময় একটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা আসে এবং গুলি করে। এসময় মিলন ফকির দৌড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করে কিন্তু তবুও ছাড় পাননি তিনি। দুর্বৃত্তরা আবারও গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে পালিয়ে যান তারা। এ ঘটনায় ভুক্তভোগী মিলন ফকির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। কারা কী কারণে তাকে মেরেছে, তা তদন্ত ছাড়া বলা যাবে না। এ ঘটনায় মামলা করা হবে।
আমাদের কাগজ/এমটি





















