সারাদেশ ২২ জানুয়ারি, ২০২৩ ০১:৩৮

ভাড়াটিয়ার  হাতে বাড়িওয়ালা খুন!

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি ভাড়া আদায়কে কেন্দ্র করে শিরিনা আক্তার (৫৪) নামে এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক আমিন মিয়া নামে এক ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ। শিরিনা আক্তার কাঠ ব্যবসায়ী সবুজ মিয়ার স্ত্রী। আটককৃত আমিন মিয়া একই এলাকার হিরা মিয়ার ছেলে। শনিবার, ২১ জানুয়ারি সন্ধ্যায় পৌর এলাকার মধ্য মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। 

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ এক বছর পূর্বে সবুজ মিয়ার বাড়িতে বাসা ভাড়া নেন আমিন মিয়া। ভাড়ার টাকা পরিশোধ নিয়ে প্রায়ই বাড়িওয়ালার সাথে ঝামেলা হতো সবুজ মিয়ার পরিবারের লোকদের সাথে। গত ৩ মাসের বকেয়া ভাড়া নিয়ে শনিবার সকালে আমিন মিয়ার বাড়িতে যায় শিরিনা আক্তার। এরপর থেকে শিরিনা আক্তার নিখোঁজ হন। সারাদিন পরিবার-পরিজন খোঁজাখুঁজি করে সন্ধ্যায় আমিনের ঘরের বিছানার নিচ থেকে শিরিনা আক্তারের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে শিরিনা আক্তারের ভাগনি রোকসানা বেগম জানান, সকাল ১১টায় আমিনের বাড়িতে ভাড়া দিতে যায় মামি শিরিন আক্তার। তখন ভাড়া নিয়ে বাক-বিতণ্ডার করে আমিন। এক পর্যায়ে শিরিনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বিছানার নিচে লুকিয়ে রাখে। পরে তার স্ত্রী ও বাচ্চাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে মামিকে সারাদিন খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে আমিনের বাড়িতে গিয়ে তল্লাশি করলে বিছানার নিচে মরদেহ পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, নিহত শিরিন আক্তারের মরদেহটি আমিনের বিছানার নিচ থেকে উদ্ধার করা হয়। বাড়ি ভাড়া আনতে গেলে আমিন গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করেছে বলে শিরিনার পরিবারের লোকজন অভিযোগ করেছেন। এ ঘটনায় স্থানীয়রা গণপিটুনি দিয়ে আমিনকে পুলিশের কাছে দিয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

আমাদেরকাগজ/  এইচকে