ডেস্ক রিপোর্ট।।
প্রিজনার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম-PDMS। যেখানে থাকবে, কারাবন্দিদের ১০ আঙুলের ছাপ, চোখের মণির স্ক্যান, মামলার রায়সহ বিস্তারিত সব তথ্য। তাই ন্যায়বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট সবার জন্য ডাটাবেজটি খোলা রাখার আহবান জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।
কারাগার। অপরাধে জড়িয়ে পড়া কিংবা অভিযুক্তদের পরিবার ও সমাজ থেকে আলাদা রাখার স্থান। উন্নত বিশ্বে একে সংশোধানাগার হিসেবে দেখা হলেও বাংলাদেশে এখনও এটি শাস্তি দেয়ার মাধ্যম। রাজনৈতিক কারণে এসব কারাগারে ধারণক্ষমতার তিনগুণের বেশি বন্দি থাকার রেকর্ডও আছে।
ব্রিটিশ আমল থেকেই কারাগারে কারাবন্দিদের হিসাব রাখা হয় কাগজ- কলমে। এবার আধুনিক ডাটাবেজ শুরু করতে যাচ্ছে কারা প্রশাসন। যেকোনো কয়েদি কিংবা হাজতী কারাগারে আসার পরেই নেয়া হবে দশ আঙুলের ছাপ, চোখের রেটিনার স্ক্যান। জাতীয় পরিচয়পত্রসহ সব ধরনের তথ্যই থাকবে এই ভান্ডারে।
এরই মধ্যে কাশিমপুর ২ এবং গাজীপুর জেলা কারাগারে ডাটাবেজের পাইলট প্রকল্প শুরু হয়েছে। আইনজীবীরা মনে করেন, আধুনিক এই ডাটাবেজ জেলখানায় নানা অবৈধ ব্যবসা বন্ধেও সহায়ক হবে।
আধুনিক এই ডাটাবেজের মাধ্যমে কারাব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে বলেও মনে করেন ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া।





















