সারাদেশ ১১ জানুয়ারি, ২০২৩ ১১:০৭

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,রংপুর প্রতিনিধিঃপৌষ মাস মানেই শীত। পৌষের শেষ দিকে এসে দেশের অন্যান্য অঞ্চলের মতো উত্তরেও বেশ জেঁকে বসেছে শীততাপ। হিমেল হাওয়ায় প্রচণ্ড ঠাণ্ডায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আর এই কনকনে শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে ঘটে দুর্ঘটনা। 

আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বুল্লি নামে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ।

ডা. আব্দুল হামিদ পলাশ বলেন, মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে দিনাজপুরের ফুলবাড়ি থেকে শরীরের ৮০ভাগ পোড়া নিয়ে ভর্তি হন বুল্লি বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারী। ভর্তির কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়াও বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন আরও ১৫ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে রমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ জানান, অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। অসাবধানতাবশত তারা দগ্ধ হয়েছেন। শীতের হাত থেকে বাঁচতে আগুনের উত্তাপ নেওয়ার বিষয়ে জনগণের সচেতনতা জরুরি।
 

আমাদের কাগজ/এম টি